ঢাকাWednesday , 11 April 2018

চিত্রনায়ক ফারুক’কে নোভা ইলেক্ট্রনিক্স কোম্পানীর আজীবন সম্মাননা প্রদান

editor
April 11, 2018 11:43 am
Link Copied!

নোভা ইলেক্ট্রনিক্স কোম্পানী লিঃ এর বার্ষিক ডিলার কনফারেন্স শনিবার (০৭ এপ্রিল) ঢাকার সেনা মালঞ্চে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল গ্রুপ ও আর টিভির চেয়ারম্যান মোর্শেদ আলম এম. পি। কনফারেন্সে সভাপতিত্ব ও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কোম্পানীর চেয়ারম্যান ও ব্যাবস্থাপনা পরিচালক এ কে এম ফারুক আহমেদ।
আরো বক্তব্য রাখেন কোম্পানীর পরিচালক মোঃ দিদার হোসেন, পরিচালক মোঃ জহিরুল ইসলাম, জেনারেল ম্যানেজার আব্দুল আলীম শিমুল এবং কোম্পানীর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। কনফারেন্সে শ্রেষ্ঠ ডিলারদের পুরুষ্কৃত করা হয়।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে এবং বাংলাদেশের চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক’কে আজীবন সম্মাননা প্রদান করা হয়। সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।