ঢাকাSaturday , 28 April 2018
আজকের সর্বশেষ সবখবর

চিলমারী নদী-বন্দরের কার্যক্রম দ্রুত সচল করা হবে- সচিব আবদুস সালাম

editor
April 28, 2018 2:31 pm
Link Copied!

কুড়িগ্রাম প্রতিনিধি: চিলমারী নদী-বন্দরের কার্যক্রম দ্রুত সচল করা হবে- সচিব আবদুস সালাম। শনিবার (২৮ এপ্রিল) সকালে কুড়িগ্রামের চিলমারী নদী বন্দর পরিদর্শনে এসে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুস সালাম সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন চিলমারী নদী-বন্দরের কার্যক্রম দ্রুত চালু ও নৌ-পথ খনন এর কার্যক্রম শুরু করা হবে।
চিলমারী নদী বন্দর পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন, বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক মোঃ আশরাফুল ইসলাম,কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি মোঃ জাফর আলী, চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মির্জা মুরাদ হাসান বেগ, উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব শওকত আলী সরকার বীর বিক্রম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।