বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ, ১৪৩১

ছেলের খুনিদের ফাঁসি চেয়ে মায়ের সংবাদ সম্মেলন

editor
জুলাই ১, ২০২৪ ১২:০১ পূর্বাহ্ণ
Link Copied!

এসএম জুবায়ের: মৌলভীবাজার জেলার জুড়ীতে ছেলে হত্যার খুনিদের ফাঁসি চেয়ে সংবাদ সম্মেলন করেছেন এক অসহায় মা। রবিবার (৩০ জুন) উপজেলার জায়ফরনগর ইউনিয়নের গরেরগাঁও গ্রামের নিজ বাড়ীতে আয়োজিত সংবাদ সম্মেলনে হত্যা মামলার আসামি তানভীর, তাজ মিয়া, ইয়াজ মিয়া, তুহিনের ফাঁসির দাবিতে এ সংবাদ সম্মেলন করেন নিহত আরমানের মা রহিমা আক্তার ।
সংবাদ সম্মেলনে রহিমা আক্তার ছেলে হত্যার ফাঁসির বিচার চেয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার ছেলেকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। খুনিদের ফাঁসি চাই। তিনি বলেন, আসামীদের ফাঁসি কার্যকর হলে আরমানের আত্মা শান্তি পাবে। এসময় তিনি তাৎক্ষণিক খুনের সাথে জড়িত আসামিদেরকে গ্রেপ্তার করায় পুলিশ কে ধন্যবাদ জানান। নিহত আরমানের মা রহিমা আক্তার লিখিত অভিযোগে জানান, একই গ্রামের মৃত চান মিয়ার ছেলে ইয়াজ মিয়া (৫০), তার দুই ছেলে তানভীর আহমেদ (২৫) ও তুহিন আহমেদ (১৬) এবং মৃত চেরাগ আলীর ছেলে তাজ উদ্দিন (৫৫) গংরা নিশংসভাবে গত ২২ শে জুন আরমানকে ছুরি মেরে হত্যা করে।
উল্লেখ্য, পূর্ব বিরোধের জের ধরে গত শনিবার (২২জুন) গভীর রাতে গরেরগাঁও গ্রামের রফিক মিয়ার উপর হামলা করে তানভীর নামে এক যুবক। এ সময় সে আরমানকে ঘর থেকে ডেকে এনে বুকে বেশ কয়েকবার ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতে ঘটনাস্থলেই আরমানের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরমান কে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুতর আহত রফিক মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করে।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।