ঢাকাSaturday , 6 January 2018
আজকের সর্বশেষ সবখবর

জঙ্গি ও মাদক নির্মূল করতে পারিনি, কারণ আসক্তি: আইজিপি

editor
January 6, 2018 2:38 pm
Link Copied!

নিজস্ব সংবাদদাতা : জঙ্গি ও মাদক কোনটাই নির্মূল করা যায়নি বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেন, ‘মাদক নির্মূল করতে পারিনি, জঙ্গিও নির্মূল করতে পারিনি। কারণ দুটোই আসক্তি, তবে নিয়ন্ত্রণে রয়েছে।’ শনিবার (৬ জানুয়ারি) বেলা দেড়টায় পুলিশ সদর দফতরে একটি মিডিয়া সেন্টারের উদ্বোধন শেষে এসব কথা বলেছেন আইজিপি। জঙ্গিবাদের ব্যাপারে তিনি বলেন, ‘জঙ্গিবাদ একটি আসক্তি। তারা জান্নাতের স্বপ্ন দেখে অ্যাডিক্টেট (আসক্ত) হয়ে যায়।’
মাদকের প্রসঙ্গে তিনি বলেন, ‘মাদকের সবচেয়ে বড় সমস্যা ইয়াবা। প্রতিবেশী দেশ থেকে ইয়াবা আসে। প্রায় একশ’ কিলোমিটার সীমান্ত প্রতিবেশী দেশটির সঙ্গে। এছাড়াও মাছের নৌকায়, সবজির নৌকায় ইয়াবা চলে আসে। এটা প্রতিরোধ করা কঠিন। তারপরও যথেষ্ট কাজ হচ্ছে। গত এক বছরে ২ লাখ ৫৪ হাজার ২৫৭ টি মাদক মামলা হয়েছে। কয়েকজন ব্যবসায়ী পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।’ মাদক প্রতিরোধে সমাজ ও পরিবারে সচেতনতা সৃষ্টি করতে হবে বলেও জানান আইজিপি।
আইজিপি এ কে এম শহীদুল হক আরও বলেন, ‘পুলিশের কেউ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলে তাদের বিষয়ে আমাদের জিরো টলারেন্স। আমরা প্রতিনিয়ত আমাদের পুলিশ সদস্যদের ব্রিফ করি, যাতে তারা এসব বিষয়ে না জড়ায়।’
জঙ্গি মোকাবিলায় পুলিশের ঝুঁকি-কাজের মূল্যায়নের জন্যই এবার সবচেয়ে বেশি পুলিশ পদক দেওয়া হয়েছে জানিয়ে আইজিপি বলেন, ‘পদক দেওয়ার ক্ষেত্রে পুলিশ সদর দফতরের একটি হাই-লেভেল কমিটি রয়েছে। তারা মূল্যায়ন করে থাকে। গত বছর সারা দেশে ৩৫টি জঙ্গি আভিযান পরিচালিত হয়েছে। এই অভিযান অত্যন্ত ঝ্ুঁকিপূর্ণ। পুলিশকে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। তাদের কাজের মূল্যায়ন করা হয়েছে। তাদের কাজের মূল্যায়ন না করা হলে, তারা কাজ করতে আগ্রহ হারিয়ে ফেলবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।