কুড়িগ্রাম প্রতিনিধি: জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে কুড়িগ্রামে পুষ্টি মেলার উদ্বোধন। কুড়িগ্রাম জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে মঙ্গলবার (২৪ এপ্রিল) কুড়িগ্রাম সদর হাসপাতাল চত্বরে দিনব্যাপী পুষ্টি মেলা’র উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন।
এসময় উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডাঃ এসএম আমিনুল ইসলাম,জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু,কুড়িগ্রাম পৌর মেয়র আব্দুল জলিল,কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি এ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ। মেলায় পুষ্টিমান নিয়ে বিভিন্ন প্রদর্শনী ও সচেতনতা মুলক বিভিন্ন কর্মসুচি পালিত হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।