আজকের প্রভাত প্রতিবেদক : সম্প্রতি, মেরি স্টোপস বাংলাদেশের সাথে এক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে টেলিনর হেলথ। এ সমঝোতা স্মারক অনুযায়ী, মেরি স্টোপস গ্রামীণফোনের ডিজিটাল স্বাস্থ্যসেবা টনিকের গ্রাহকদের আকর্ষণীয় ছাড়ের সুবিধা দিবে।
সমঝোতা স্মারক উপস্থিত ছিলেন মেরি স্টোপস বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার ডা: শারমিন খান, প্রতিষ্ঠানটির ডিরেক্টর প্রোগ্রাম ডা: মো. হোসেন চৌধুরী এবং টেলিনর হেলথের সিইও সাজিদ রহমান ও প্রতিষ্ঠানটির সিসিও অ্যান্ড্রিউ স্মিথ।
টেলিনর হেলথের পার্টনারশিপস অ্যান্ড লয়্যালটি- সিনিয়র এক্সিকিউটিভ সিফাত ইবনে জামান, পার্টনারশিপস অ্যান্ড লয়্যালটি স্পেশালিস্ট মোহিতা নাথ, প্রতিষ্ঠানটির পার্টনারশিপ লয়্যালটি অ্যানালিস্ট তানজিদা ইসলাম, এর হেড অব ইকোসিস্টেম অ্যান্ড বিজনেস ডেভলপমেন্ট ডা: শারমিন আখতার জাহান, মেরি স্টোপস বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার সুমন কৃষ্ণ শিকদার, টেলিনর হেলথের পার্টনারশিপস অ্যান্ড লয়্যালটি ম্যানেজার তৌফিক হাসান এবং প্রতিষ্ঠানটির হেড অব লয়্যালটি, পার্টনারশিপস অ্যান্ড বিটুবি আহমেদ তুহিন রেজা।