ঢাকাMonday , 12 February 2018

ঠাকুরগাঁও প্রেস ক্লাবের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

editor
February 12, 2018 1:17 pm
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও প্রেস ক্লাবের আয়োজনে সাংবাদিকদের নিয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে। রোববার সন্ধায় প্রেস ক্লাব চত্ত¡রে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু। প্রেস ক্লাবের সভাপতি আবু তোরাব মানিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিথি সদর উপজেলা আ’লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, যমুনা ব্যাংকের ম্যানেজার মোজাহেদুল ইসলাম, জেলা জেএসডির সভাপতি মনসুর আলী, প্রবীন সাংবাদিক রফিকুল ইসলাম, আখতার হোসেন রাজা, প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক আসাদুজ্জামান শামিম প্রমুখ।
উদ্বোধনী খেলায় লোটাস গ্রæপের জিয়াউর বকুল-আব্দুল লতিফ জুটি প্রথম রাউন্ডের প্রথম খেলায় ২-০ সেটে শাহীন ফেরদৌস-জহির জুটিকে পরাজিত করে। দ্বিতীয় খেলায় তারা ২-১ সেটে তানভির হাসান তানু-জসিম জুটি পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে ওঠে।
অন্য খেলায় আসাদুজ্জামান শামিম-হারুন অর রশিদ জুটি ২-০ সেটে শাহীন ফেরদৌস-জহির জুটিকে পরাজিত করে। দ্বিতীয় খেলায় তারা ২-০ সেটে তানু-জসিম জুটি পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে ওঠে।
উদ্বোধনীতে প্রেস ক্লাবের সদস্যসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। খেলা চলাকালীন দর্শক সমাগম ছিল চোখে পড়ার মত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।