ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার ৫টি উপজেলার চতুর্থ উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের উপ-নির্বাচন গত সোমবার শান্তিপুর্নভাবে অনুষ্ঠিত হয়।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সদরের সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচনে ১ আসনে খায়রুন নেহার ২ আসনে বিনা প্রতিদ্বন্দিতায় আয়েশা বেগম ৩ আসনে শাহনাজ (ডলি) ৫ আসনে ইতি বেগম ৬ আসনে জবেদা খাতুন ৭ আসনে মেরিনা নির্বাচিত হয়। অন্যদিকে নির্বাচনে ৮ আসনে দৌপদী দেবী আগারওয়ালা নির্বাচিত হন। ৪ আসনে কোন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেনি।
পীরগঞ্জ উপজেলার ১ আসনে নির্বাচনে আরজিনা পারভীন নির্বাচিত হন। অন্যদিকে বিনা প্রতিদ্বন্দিতায় ২ আসনে নুরজাহান বেগম, ৩ আসনে খাতিজা ৪ আসনে গলেনুর বেগম নির্বাচিত হন।
বালিয়াডাঙ্গী উপজেলার ১ আসনে মাকসুদা খাতুন ৩ আসনে শেফালী আখতার বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। অন্যদিকে নির্বাচনে ২ আসনে কুলসুমা আকতারা নির্বাচিত হন।
রানীশংকৈল উপজেলার ২ আসনে শামসুন নেহার ৩ আসনে মুক্তি রানী বসাক বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। অন্যদিকে ১ আসনে নির্বাচনে শাহানারা পারভীন নির্বাচিত হন।
হরিপুর উপজেলার ২ আসনে আসিয়া বেগম বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। অন্যদিকে ১ আসনে কোন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেনি।