ঢাকাWednesday , 31 January 2018
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

editor
January 31, 2018 11:56 am
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্ত দিয়ে এক বাংলাদেশি গরু ব্যবসায়িকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার ভোরে উপজেলার রত্নাই বিওপি ক্যাম্পের কোটপাড়া এলাকা দিয়ে ভারতের দোলঞ্চা ব্রিজের নিচ দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় তাকে বিএসএফ আটক করে। বিএসফের হাতে আটক গরু ব্যবসায়ি আব্দুল বারেক (২৫) বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই মরাধার গ্রামের আব্দুল মজিদের ছেলে।
এলাকাবাসি সূত্রে জানা যায়, বুধবার ভোরে রত্নাই সীমান্তের ৩৮৩ পিলার এলাকা দিয়ে আব্দুল বারেকসহ কয়েকজন গরু ব্যবসায়ী ভারতীয় গরু আনতে রত্নাই বিওপি ক্যাম্পের কোটপাড়া এলাকা দিয়ে ভারতের দোলঞ্চা ব্রিজের নিচ দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় ভারতের সোনামতি বিএসএফ ক্যাম্পের টহলরত জওয়ানরা তাকে ধরে ফেলে এবং অন্যান্যরা পালিয়ে যায়।
ঠাকুরগাঁও-৩০ বিজিবির পরিচালক অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ বিষয়ে বিএসএফকে পতাকা বৈঠক আহবান করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।