ঢাকাTuesday , 23 January 2018

ঠাকুরগাঁওয়ে বেসরকারী শিক্ষকদের মানবন্ধন ও স্মারকলিপি পেশ

editor
January 23, 2018 1:38 pm
Link Copied!

মো. আসাদুজ্জামান শামিম, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে বে-সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের চাকুরি জাতীয়করণসহ অন্যান্য দাবিতে মাববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করা হয়েছে।
সোমবার দুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম লিটন, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক দীপেন্দ্র নাথ ঝাঁ, কলেজ শাখার সভাপতি জুলফিকার আলী ভুট্ট্রো, রানীশংকৈল উপজেলা শাখার সহ-সভাপতি ফেরদৌস আলম মানিক, পীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক কায়সার হোসেন, সদর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, হরিপুর উপজেলা শাখার সভাপতি মোজাফফর হোসেন প্রমুখ।
বক্তারা শিক্ষ-কর্মচারীদের চাকুরি জাতীয়করণ, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া প্রদান, চাকুরির বয়স সীমা ৬৫ বছর করন ও শিক্ষা ক্ষেত্রে সকল প্রকার বৈষম্য দূর করার জন্য সরকারের প্রতি দাবি জানান। মানববন্ধন শেষে জেলা শিক্ষা অফিসার মারফত জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।