ঠাকুরগাঁওয়ে শিশুদের বিএইচআরসি’র শীতবস্ত্র বিতরণ

মো. আসাদুজ্জামান শামিম, ঠাকুরগাঁও : বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি)’র ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে অষহায় ও শীতার্ত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
রোববার বিকেলে ঠাকুরগাঁও প্রেস ক্লাব আনিসুল হক মিলনায়তনে জেলা প্রশাসকের দেয়া শীতবস্ত্র ২৫০ জন শিশুর মাঝে বিতরন করা হয়। বিতরনী অনুষ্ঠানে বিএইচআরসির জেলা শাখার নির্বাহী সভাপতি ও রংপুর বিভাগের বিশেষ প্রতিনিধি এ্যাডভোকেট জাহিদ ইকবালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা শাখার উপদেষ্টা মোদাচ্ছের হোসেন, সাবেক অধ্যক্ষ প্রফেসর সৈয়দ আলী, জেলা শাখার সভাপতি লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক শাহীন ফেরদৌস, সহ-সভাপতি শাহ্ সুফি আফজাল হোসেন বকুল, পৌর শাখার সভাপতি জেবিন ইসলাম লিটা প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফজলে রাব্বি, ফিরোজুল হক প্রধান শিমুল, ফজলে ইলাহী, মোস্তাফিজুর রহমানসহ সংগঠনের জেলা, উপজেলা, থানা শাখার নেতৃবৃন্দ। শেষে অসহায়, শীতার্ত ২৫০ জন শিশুর মাঝে শীতবস্ত্র বিতরন করেন অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top