মো. আসাদুজ্জামান শামিম, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর অক্ষতশীল আদর্শ কৃষি উৎপাদন সমবায় সমিতি লি: এর উদ্যোগে আলোচনা সভা ও দুস্থদের শীতবস্ত্র বিতরন করা হয়।
বৃহস্পতিবার বিকেলে সমিতির কার্যালয় চত্ত¡রে সমিতির সভাপতি চাঁনমিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি ঠাকুরগাঁও সদর উপজেলা সমবায় অফিসার রেজাউল করিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি আউলিয়াপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান (নজরুল), সাবেক চেয়ারম্যান জাফরুল্লাহ, সালন্দর ইউপি চেয়ারম্যান মাহাবুব হোসেন মুকুল, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সালন্দর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, আউলিয়াপুর ইউপি সদস্য সাইফুল ইসলাম, নূরে আলম (নবাব সরকার), সালন্দর ইউনিয়নের ইউপি সদস্য মোখলেসুর রহমান, সাহেব আলী, সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেন, আমরুস মিনস, সমিতির সহ-সভাপতি লুৎফর রহমান প্রমুখ।
সভার শুরতেই সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ৩২ জন সদস্য বিভিন্ন বিষয়ে সদর উপজেলা সমবায় অফিসারের নিকট প্রশ্ন করেন। উপজেলা সমবায় অফিসার সমিতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। শেষে অসহায় ও দুস্থদের শীতবস্ত্র বিতরন করেন অতিথিরা।