ঢাকাTuesday , 16 January 2018
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে ১০দিন ব্যাপী ব্যাডমিন্টন প্রশিক্ষণের উদ্বোধন

editor
January 16, 2018 1:58 pm
Link Copied!

মো. আসাদুজ্জামান শামিম, ঠাকুরগাঁও: বাংলদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের আয়োজনে ও ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ১০ দিন ব্যাপী ব্যাডমিন্টন প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মড় মাঠে প্রশিক্ষণের উদ্বোধক ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আব্দুল আওয়াল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আসলাম মোল্লাহ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, মহিলা ক্রীড়া সংস্থার প্রীতি গাংগুলি, ক্রীড়া ব্যক্তিত্ব প্রবীর গুপ্ত বুয়া, অপু রায়হানসহ অংশগ্রহনকারীরা।
ব্যাডিমিন্টন প্রশিক্ষণে সদর উপজেলাসহ জেলার বিভিন্ন উপজেলার মোট ৩২ জন খেলোয়াড়কে প্রশিক্ষণ প্রদান করা হবে। ক গ্রæপে ৮-১২ বছরের বালক-বালিকা ও খ গ্রæপে ১৩-১৬ বছরের বালক-বালিকা প্রশিক্ষণ গ্রহন করবে। এদের মধ্যে ২৮ জন বালক ও ১৪ জন বালিকা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।