ঢাকাWednesday , 7 February 2018
আজকের সর্বশেষ সবখবর

ডিজিটাল আইসিটি ফেয়ারে আসুস এর আকর্ষণীয় অফার

editor
February 7, 2018 5:03 pm
Link Copied!

আজকের প্রভাত প্রতিবেদক : তাইওয়ানিজ টেকনোলজি ব্র্যান্ড আসুস ৭ ফেব্রুয়ারি থেকে শুরু ডিজিটাল আই সিটি ফেয়ারে নিয়ে এলো আকর্ষণীয় অফার। মেলায় ক্রেতাদের নতুন কিছু উপহার দিতেই আসুসের এই আয়োজন।
মেলায় আসুস এর যেকোনো ল্যাপটপ কিনলেই ক্রেতারা পাচ্ছেন “স্ক্র্যাচ কার্ড” যাতে থাকছে নিশ্চিত উপহার। উপহার হিসেবে থাকছে আসুস জেনফোন, রাইস কুকার, ব্লেন্ডার মেশিন, ওয়াশিং মেশিন এবং মেগা গিফট রিফ্রিজারেটর। আরও থাকছে এক্সক্লুসিভ জ্যাকেট ও টিশার্ট। আসুসের নতুন অনেক গুলো পণ্য মিলবে এই মেলায়। এর মধ্যে উল্লেখযোগ্য আসুস এর কনভার্টিবল ভিভোবুক ফ্লিপ টিপি ৩০১ যা একই ধারে ৩৮০ ডিগ্রীতে ঘুরিয়ে টেবলেট মুডেও চালানো যাবে। এছাড়াও জেনবুকে যুক্ত হয়েছে জেনবুক ফ্লিপ এস।
ভিভোবুক সিরিজে নতুন যোগ হয়েছে ইন্টেল এর ৮ম প্রজন্মের প্রসেসর সহ নোটবুক। এছাড়াও ইন্টেল এর ৮ম প্রজন্মেরর প্রসেসর ও ন্যানো এজ ডিসপ্লের ভিভোবুক এস সিরিজেও থাকছে ক্রেতাদের আকর্ষণ।
গ্রাফিক্স সহ বিভিন্ন আইটি প্রফেশনালদের জন্য থাকছে আসুস এর এন সিরিজের নোটবুক। গেমিং সিরিজে বরাবরের মতই আসুস দিচ্ছে বিভিন্ন কনফিগারেশান এর আর ও জি সিরিজ ও এফ এক্স সিরিজের নোটবুক।
ঢাকার এলিফ্যান্ট রোডে অবস্থিত মাল্টি-প্ল্যান সেন্টারে ডিজিটাল আইসিটি ফেয়ার চলবে ৭ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।