বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ, ১৪৩১

ঢাকার শহরে একটি সবুজ স্বপ্নের নীড় গড়ে তুলবে-বাংলা বসতি, এ মাটি আমার এ জমিন আমার: উপদেষ্টা

Omar Faruk
ডিসেম্বর ৮, ২০২৪ ১১:০৪ অপরাহ্ণ
Link Copied!

০৮ রবিবার ২০২৪ সন্ধ্যায় হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বল হলরুমে বাংলা বসতি নামে এক আরম্ভর পূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেন, পরিবেশ সম্মত আবাসন কেবল প্রকৃতির কল্যাণ সাধনে নয়, আমাদের স্বাস্থ্যকর শারীরিক ও মানসিক বিকাশেও সহায়ক । একটি মাস্টারপ্ল্যানের আওতায় পুরো কমিউনিটি গড়ে উঠছে বলে একটি অনন্য সাধারণ সামাজিক প্রতিবেশও গড়ে উঠতে পারে এ প্রকল্পে যা,  আমাদের আগামী প্রজন্মের বেড়ে ওঠায় দারুন ভূমিকা পালন করবে এবং ঢাকাকে একটি সবুজ স্বপ্নের নীড় রচনা করবে। এ সময় উপস্থিত ছিলেন, বাংলা বসতির কর্মধর সহ অসংখ্যক গুণীজন ব্যক্তিরা ও ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।