ঢাকাFriday , 17 November 2017

তরুণ নেতৃত্বকে ধ্বংস করতেই ছাত্রনেতাদের গ্রেফতার করা হচ্ছে: মির্জা ফখরুল

editor
November 17, 2017 12:29 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমানে চলমান ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদী তরুণ নেতৃত্বকে ধ্বংস করতেই সরকার ছাত্রদলের নেতাদের গ্রেফতার করছে। আর তারই শিকার সংগঠনির সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান। আকরামুল হাসানকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিএনপি মহাসচিব এ সব কথা বলেন।
শুক্রবার জাতীয় প্রেসক্লাব থেকে একটি অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে আকরামুল হাসানকে আটক করে ডিবি পুলিশ।
বিএনপি মহাসচিব বলেন, দৃঢ়ভাবে বিশ্বাস করি- জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসানকে আজ গ্রেফতারের ঘটনায় ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীরা আরো বলীয়ান হবে। তারা বর্তমান শাসকগোষ্ঠীর নির্যাতনের বিরুদ্ধে আরো প্রতিবাদী হয়ে উঠবে।
অবিলম্বে তার বিরদ্ধে দায়েরকৃত বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান বিএনপি মহাসিচব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।