বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ, ১৪৩১

তামিমকে নিয়ে যা বললেন নান্নু

admin
ডিসেম্বর ১২, ২০২৪ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত ডেস্ক
সাত মাস পর ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফিরেছেন তামিম ইকবাল। চট্টগ্রাম বিভাগের হয়ে মাঠে তেমন সুবিধা করতে পারেনি এ জাতীয় দলের ওপেনার। বুধবার ১৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন সাবেক জাতীয় দলের এ অধিনায়ক।
তবে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে স্বরূপে ফিরেছেন তামিম। সিলেট বিভাগের বিপক্ষে এদিন ৩৩ বলে খেললেন ৬৫ রানের ঝোড়ো ইনিংস। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে জিতেছেন ম্যাচসেরার পুরস্কারও। আর তামিমের খেলা মাঠে বসে দেখেছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে চ্যাম্পিয়নস ট্রফি এবং জাতীয় দলে তামিমের ফেরা নিয়ে নান্নু বলেন, জাতীয় দলে ফেরার জন্য ওকেই (তামিম) সিদ্ধান্তটা নিতে হবে। ওর মতো অভিজ্ঞ ক্রিকেটার যে কোনো দলের জন্য অনেক উপকৃত হবে। সেই হিসাবে মাত্র খেলা শুরু করেছে, ওর ফিটনেস আরও দেখতে হবে। তারপর আমি মনে করি যেভাবে যাচ্ছে, আর কয়েকটা ম্যাচ খেলতে পারলে আরও ফিটনেসের উন্নতি হবে। তারপর ও সিদ্ধান্ত নিতে পারবে।’
তামিমের ব্যাটিং কেমন লেগেছে—এমন প্রশ্নে নান্নু বলেন, তামিম যেভাবে ব্যাটিং করেছে, তা দেখে মনে হয়নি ও সাত মাস পর ক্রিকেটে ফিরেছে। যেহেতু এখন ফিটনেস ভালো আছে, তাই ওকেই সিদ্ধান্ত নিতে হবে যে, সে ফিরবে কিনা। এখানে প্রতিটা শর্ট এনজয় করেছি, আগের তামিমকেই মনে হয়েছে। ও পুরো প্রস্তুতি নিয়েই এখানে খেলছে।
অভিজ্ঞতার মূল্যায়ন প্রশ্নে এ সাবেক জাতীয় দলের নির্বাচক বলেন, ক্রিকেটে অভিজ্ঞতার মূল্যায়ন সবসময় করা হয়। এটা থাকবে অভিজ্ঞতার সঙ্গে তো কিছু কম্পেয়ার করা যায় না।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।