ঢাকাTuesday , 20 February 2018

দুরন্ত কিছু ফিচার নিয়ে বাজারে আসছে নোকিয়া ৬

editor
February 20, 2018 5:53 pm
Link Copied!

আজকের প্রভাত ডেস্ক : দুরন্ত কিছু ফিচার নিয়ে ফের বাজারে আসছে নোকিয়া ৬ ৷ ২০ ফেব্রয়ারি থেকে ফ্লিপকার্টে পাওয়া যাবে ফোনটি৷ নোকিয়া ৬ অপারেটিং সিস্টেম হল অ্যান্ড্রয়েড ওরিও ৮.০৷ ম্যাট ব্ল্যাক কালারে পাওয়া যাবে ফোনটি৷
নাকিয়া ব্র্যান্ডের সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন নোকিয়া ৬ গত বছরই লঞ্চ করে বিপুল জনপ্রিয়তা পায় ফোনটি৷
কিন্তু ফোনের কনফিগারেশনে কিছু পরিবর্তন আনতে নতুন করে বাজারে ফোনটি লঞ্চ করার কথা ভাবে স্মার্টফোন কোম্পানি এইচএমডি গ্লোবাল। এই ফোনটিতেই সর্বপ্রথম নোকিয়া বেজেলহীন বা স্ক্রিনের পুরোটা জুড়েই ডিসপ্লেযুক্ত করতে যাচ্ছে।
বেশ কিছু পরিবর্তন করে বাজারে ছাড়া হচ্ছে ফোনটিকে। আর দামও রাখা হয়েছে নাগালের মধ্যেই। ফলে অল্প দামেই একটি শীর্ষ মানের ফোনের অভিজ্ঞতা এনে দিবে নোকিয়া ৬।
আসুন জেনে নেওয়া যাক নোকিয়া ৬ এর ফিচারগুলো:
৫.৫ ইঞ্চি আইপিএস এলসিডি এবং ১৯২০ী১০৮০ পিক্সেল ও কর্নিং গরিলা গ্লাসযুক্ত ডিসপ্লে। ৪জিবি র‌্যাম, ৩২/৬৪জিবি স্টোরেজ, যা ২৫৬জিবি পর্যন্ত বাড়ানো যাবে। রিয়ার ক্যামেরাটি ১৬ মেগাপিক্সেল এবং এফ/১.৮ অ্যাপারচার এর। ফ্রন্ট ক্যামেরাটি ৮ মেগাপিক্সেলের। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩০. ২.২ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর। ব্যাটারি ৩০০০ এমএএইচ। নেটওয়ার্ক সাপোর্ট- ৪জি। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ওরিও ৮.০। ফ্লিপকার্টে ফোনটির দাম ১৬,৯৯৯ টাকা৷

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।