ঢাকাWednesday , 21 March 2018

দেশের বাজারে এসেছে এডাটার নতুন পি১০০৫০ পাওয়ার ব্যাংক

Sumon Chowdhury
March 21, 2018 6:52 pm
Link Copied!

আজকের প্রভাত প্রতিবেদক : দেশের বাজারে এসেছে খ্যাতনামা এডাটা ব্র্যান্ডের পি১০০৫০ মডেলের নতুন পাওয়ার ব্যাংক। এটি ১০০৫০ মিলিঅ্যাম্পিয়ার লিথিয়াম পলিমার ব্যাটারি সমৃদ্ধ।
দ্রুত গতিতে চার্জ দিতে সক্ষম এই পাওয়ার ব্যাংকটি দুইটি ইউএসবি আউটপুট ২.৪এ পোর্ট সম্পন্ন। ২২০ গ্রাম ওজনের পাওয়ার ব্যাংকটিতে রয়েছে ১০৮.৪*৬৬*২৬এমএম ডাইমেনশন ও ডিসি৫ভি/২.০এ ইনপুট সুবিধা। এছাড়াও রয়েছে শক্তিশালী এলইডি ফ্ল্যাশ লাইট।
এডাটার নতুন এই পাওয়ার ব্যাংকটি বাজারে এনেছে দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি পণ্যের প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড। ১৪৯৯ টাকা মূল্যের পাওয়ার ব্যাংকটি পাওয়া যাবে কালো অথবা নীল রঙে। সীমিত সময়ের জন্য পাওয়ার ব্যাংকটির সঙ্গে উপহার হিসেবে রয়েছে ১০০ সেমি মাইক্রো ইউএসবি ক্যাবল। ভিজিট : https://globalbrand.com.bd।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।