আজকের প্রভাত প্রতিবেদক : বাংলাদেশ এর ক্রেতাদের কথা বিবেচনায় রেখে সাশ্রয়ী মূল্যে তিনটি ফোরজি স্মার্টফোন বাংলাদেশের বাজারে ছেড়েছে মাইক্রোম্যাক্স। ফোনগুলির মধ্যে একটি মাইক্রোম্যাক্স কিউ৪২৬১। যেটি তিন জিবি র্যামের। বিশেষত্ব হলো কম দামের ফোরজি এলটিই সমর্থিত। দেশের বাজারে নিয়ে এসেছে মাইক্রোম্যাক্স-এর ন্যাশনাল ডিস্ট্রিবিউটর সোফেল টেলিকম।
নতুন ফোরজি ফোনটি ৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লে রয়েছে। ফোনটিতে ১.৩ গিগাহার্জের কোয়াডকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটি ৩জিবি র্যামের। যেটির ইন্টারনাল স্টোরেজ ১৬জিবি। ফোনটি অ্যান্ড্রয়েড নুগার ৭.০ অপারেটিং সিস্টেমে চলবে।
ফোরজি এলটি সমর্থিত ফোনটিতে ২৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছ ৯ হাজার ৪৯০ টাকা। অন্যদুটি ফোনগুলিও ফোরজি এলটি সমর্থিত। একটি ১জিবির অন্যটি ৩জিবির। এগুলো দাম ১জিবি র্যামের ৬ হাজার ৭৫০ টাকা। তিন জিবি র্যামের ১০ হাজার ৬৯০ টাকা।