আজকের প্রভাত প্রতিবেদক : দেশের বাজারে জনপ্রিয় চারটি ডিভাইসের দাম কমিয়েছে হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ (বাংলাদেশ)।
১০,৩৯০ টাকা দামের হুয়াওয়ে মিডিয়াপ্যাড টি৩ ৭ (১জিবি ও ৮জিবি) এখন ক্রয় করা যাবে মাত্র ৯,৬৯০ টাকায় এবং ২০,৩০০ টাকা দামের মিডিয়াপ্যাড টি৩ ১০ পাওয়া যাবে মাত্র ১৯,৪৯০ টাকায়। চার ক্যামেরার জনপ্রিয় হ্যান্ডসেট হুয়াওয়ে নোভা টুআই-এর দাম ২৬,৯৯০ টাকা থেকে কমিয়ে মাত্র ২৪,৯৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া, হুয়াওয়ে ওয়াইথ্রি ২০১৭ পাওয়া যাবে ৭,৯৯০ টাকার বদলে মাত্র ৭,৩৯০ টাকা।
এ প্রসঙ্গে হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ (বাংলাদেশ)-এর কান্ট্রি ডিরেক্টর অ্যারন বলেন, আমাদের পণ্যগুলো সম্মানিত ক্রেতাদের মাঝে সাশ্রয়ী দামে নিয়ে আসার ক্ষেত্রে আমরা দৃঢ়-প্রতিজ্ঞ। হুয়াওয়ের প্রতি এ দেশের মানুষের ভালোবাসার প্রতিদানস্বরূপ আমরা ভবিষ্যতে আরো আকর্ষণীয় অফার নিয়ে আসবো।
দেশব্যাপি ৬৪টি জেলায় অবস্থিত সকল হুয়াওয়ে ব্র্যান্ড শপ ও অনুমোদিত মোবাইল আউটলেট থেকে হুয়াওয়ে মিডিয়াপ্যাড টিথ্রি ৭, মিডিয়াপ্যাড টিথ্রি ১০, নোভা টুআই এবং ওয়াইথ্রি ২০১৭ নতুন দামের ক্রয় করা যাবে।