আজকের প্রভাত প্রতিবেদক : বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য এখন মানুষের নিত্য ব্যবহারের সঙ্গী হয়ে উঠছে। ডিজিটাল ও উচ্চ প্রযুক্তিনির্ভর ডিভাইস যেমন স্মার্টফোন, ট্যাবলেট জীবনকে অনেক সহজ করেছে। যার ফলে এখন স্মার্টফোন ছাড়া জীবন অসম্পূর্ণ বলে মনে হয়।
এসব কিছু চিন্তা করে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে ২০১৮ সালে নিয়ে আসছে হনর, হুয়াওয়ে পি এবং ম্যাট সিরিজ ও লাইটসহ নতুন নতুন বেশ কয় একটি মডেল ।
২০১৮ সালে হুয়াওয়ে প্রোডাক্টের একটি রোডম্যাপ প্রকাশ করেছে, প্রতিটি কোয়াটারে একটি সিরিজ থাকবে। হুয়াওয়ে প্রথম কোয়াটারে থাকবে মেট ১০ লাইট, মায়া, সালিনা, নোভা সিরিজের স্মার্টফোন। দ্বিতীয় কোয়াটারে থাকবে পি প্লাস, পিপি লাইট এবং নোভা সিরিজের স্মার্টফোন। এবং শেষ কোয়াটারে থাকছে মেট প্রো, মেট লাইট এবং নোভা সিরিজের স্মার্টফোন।
২০১৮ সালের প্রতিটি কোয়াটারে থাকছে হুয়াওয়ে নোভা সিরিজের স্মার্টফোন। এছাড়াও হুয়াওয়ে স্কেল, ৩৬০ ক্যামেরা এবং কিরিন চিপসেটের পরবর্তী সংস্করণ থাকছে।