নেপালে সেমিফাইনালে উত্তর বারিধারা

ক্রীড়া প্রতিবেদক : নেপালের পোখারায় চলমান ১৬ তম আহা পারা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের ক্লাব উত্তর বারিধারা। শনিবার অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে ঢাকার দলটি ২-১ গোলে হারিয়েছে নেপালের সুদুর পচিম স্পোর্টিং ক্লাবকে।
বারিধারার হয়ে গোল করেন দুই বিদেশি মিদি ও শিলা। উত্তর বারিধারা সেমিফাইনাল খেলবে ৩১ জানুয়ারি। এ টুর্নামেন্টে উত্তর বারিধারা খেলেছে সরাসরি কোয়ার্টার ফাইনালে।
সেমিফাইনালে উঠলেও ম্যাচের রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ঢাকার দলটি। শেষ দিকে স্বাগতিকদের পক্ষে পেনাল্টি, বারিধারার ২ জনকে লাল কার্ড এবং ১২ মিনিট ইনজুরি সময় খেলিয়েও শেষ রক্ষা হয়নি স্বাগতিকদের। রেফারি পেনাল্টি দিলেও তা রুখে দিয়েছেন উত্তর বারিধারার গোলরক্ষক ওসমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top