ঢাকাThursday , 9 November 2017

ফেরদৌসী প্রিয়ভাষিণী হাসপাতালে

admin
November 9, 2017 6:26 am
Link Copied!

অনলাইন ডেস্ক:  মুক্তিযোদ্ধা-ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বুধবার দুপুরে গোড়ালিতে প্রচণ্ড চোট নিয়ে তিনি হাসপাতালে যান। পরে অর্থোপেডিক্স বিভাগে চিকিত্সা চলাকালীন অবস্থায় তিনি দুই দফা সংজ্ঞাহীন হয়ে পড়েন বলে ল্যাব এইডের জনসংযোগ কর্মকর্তা সাইফুর রহমান লেলিন জানান।

এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সকদের উদ্ধৃতি দিয়ে সাইফুর রহমান লেলিন বলেন, ‘ফেরদৌসী প্রিয়ভাষিণীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

এ মুক্তিযোদ্ধা, ভাস্কর দীর্ঘদিন থেকে উচ্চ রক্তচাপে ভুগছেন। তার রক্তে পটাসিয়াম ও হিমোগ্লোবিন একেবারেই কম বলে জানিয়েছেন চিকিত্সকরা। তিনি কিডনির জটিলতায়ও ভুগছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।