বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ, ১৪৩১

বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জামায়াতের

editor
আগস্ট ২২, ২০২৪ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত রিপোর্ট: সমাজের সকল শ্রেণী-পেশার মানুষদের বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার জন্য উদাত্ত্ব আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার সকালে ফেনী জেলার সদর উপজেলায় বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এ আহ্বান জানান।
জামায়াতের আমীর ফেনী জেলার সদর উপজেলায় বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক খোঁজ-খবর নেন। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়েও বন্যাদুর্গতদের সঙ্গে দেখা করে তাদের খোঁজ-খবর নেন এবং তাদের মাঝে ফুড প্যাকেট উপহার ও আর্থিক সহযোগিতা প্রদান করেন।
এসময় শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, কুমিল্লা মহানগরের আমীর কাজী দ্বীন মোহাম্মদ, ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. মু. ফখরুদ্দিন মানিক এবং জামায়াত নেতা মেজবাহ উদ্দিন সাঈদ প্রমুখ।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।