ঢাকাThursday , 12 April 2018
আজকের সর্বশেষ সবখবর

বাংলা নববর্ষে স্যামসাং স্মার্টফোনে বিশেষ মূল্যছাড়

Sumon Chowdhury
April 12, 2018 6:11 pm
Link Copied!

আজকের প্রভাত প্রতিবেদক : বাংলা নববর্ষ উপলক্ষে স্যামসাং তাদের নির্দিষ্ট কিছু স্মার্টফোনে মূল্য ছাড়ের ঘোষণা দিয়েছে। অফারের আওতায় থাকা ফোনগুলোতে পাঁচশ’ থেকে দুই হাজার টাকা পর্যন্ত মূল্য ছাড় পাওয়া যাবে। পুরো এপ্রিল মাসজুড়েই অফারটি চলবে।
এক হাজার টাকা মূল্যছাড়ে গ্যালাক্সি জে৭ নেক্সট (১৬ জিবি) পাওয়া যাবে ১৫ হাজার ৯৯০ টাকায়, গ্যালাক্সি জে৭ নেক্সট (৩২ জিবি) পাওয়া যাবে ১৯ হাজার ৯০০ টাকায় এবং গ্যালাক্সি জে৭ ম্যাক্স পাওয়া যাবে ২৪ হাজার ৯০০ টাকায়।
গ্যালাক্সি জে২ প্রাইম পাওয়া যাবে ১১ হাজার ৪৯০ টাকায় এবং জে২ প্রো পাওয়া যাবে ১৩ হাজার ৪৯০ টাকায়। এছাড়াও, গ্যালাক্সি জে৭ প্রো পাওয়া যাবে ২৯ হাজার ৪৯০ টাকায় ও গ্যালাক্সি এ৭ পাওয়া যাবে ৩৯ হাজার ৯০০ টাকায়।
এই অফারের আওতায় গ্রাহকরা স্যামসাং গ্যালাক্সি জে সিরিজের জে২ প্রাইম, জে২ প্রো, জে৭নেক্সট,জে৭ নেক্সট ৩২ জিবি, জে৭ প্রাইম ২, জে৭ ম্যাক্স এবং জে৭ প্রোর সঙ্গে ৫ হাজার এমএএইচ সমৃদ্ধ একটি পাওয়ার ব্যাংক পাওয়া যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।