ঢাকাTuesday , 17 April 2018

বাংলাদেশের বাজারে ২৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা স্মার্টফোন নিয়ে এলো ‘অপো এফ ৭’

Sumon Chowdhury
April 17, 2018 6:00 pm
Link Copied!

আজকের প্রভাত প্রতিবেদক : বাংলাদেশের বাজারে উন্মোচন হলো চীনের স্মার্টফোন ব্র্যান্ড অপোর সর্বশেষ ফ্ল্যাগশীপ ‘অপো এফ ৭’। ফোনটির বিশেষত্ব হলো অনেক বেশি বাস্তব, এতে ২৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহৃত হয়েছে। সেলফি এক্সপার্ট হিসেবে ফোনটি দুর্দান্ত। সেলফির জন্য এতে আর্টিফিয়াল ইন্টেলেজেন্সি ব্যবহার করা হয়েছে। সেলফি ফটোগ্রাফিকে অনন্য মাত্রা দিতে এআই সমৃদ্ধ অন্যান্য অপারেশনাল ফিচারের সাথে এফ৭ হ্যান্ডসেটটিতে এআই টেকনোলজিকে আরও উন্নত করা হয়েছে। সুপার ফুল স্ক্রিনসহ আপগ্রেডেড মাল্টি-টাস্কিং সফটওয়্যার থাকার কারণে স্মার্টফোন ব্যবহারে গ্রাহকরা আগের চেয়ে অনেক বেশি ভালো অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।
আজ মঙ্গলবার রাজধানীর র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে ২৯,৯৯০ টাকা দামের ৪জিবি র‍্যামের ৬৪ জিবি ধারণক্ষমতা সম্পন্ন হ্যান্ডসেটটি উন্মোচন করা হয়।
চলতি মাসের ২৫ তারিখ থেকে এই হ্যান্ডসেটটি সোলার রেড, মুনলাইট সিলভার, ডায়মন্ড রঙে সারা দেশে পাওয়া যাবে।
এছাড়াও খুব শীঘ্রই ৬জিবি র‍্যাম ও ১২৮জিবি ধারণক্ষমতা সম্পন্ন এফ৭ও ৩৫,৯৯০ টাকা দামে সোলার রেড ও ডায়মন্ড রঙে পাওয়া যাবে।
উন্মোচন অনুষ্ঠানে অপো সারাবিশ্বে ছড়িয়ে পড়ার প্রত্যয় ব্যক্ত করে। সেই সাথে ঘোষণা দেওয়া হয়, এ বছরের শেষের দিকে অপো ইউরোপের বাজারেও প্রবেশ করতে যাচ্ছে।
অপো বাংলাদেশ-এর ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, আজ থেকে অপো এফ৭ বাংলাদেশে যাত্রা শুরু করছে। আমরা বাংলাদেশের বাজারে অপো এফ৭ নিয়ে আসতে পেরে খুবই আনন্দিত। এটি অপো’র প্রিমিয়াম ক্যাটাগরি এফ সিরিজের নতুন সংস্করণ। অপো’ই বাংলাদেশে প্রথমবারের জন্য সেলফি ফিচারে দ্বিতীয় প্রজন্মের এআই টেকনোলজি নিয়ে এসেছে। আশা করছি এফ৭ বাংলাদেশে অনন্য সাফল্য অর্জন করতে সক্ষম হবে।
উদ্বোধন অনুষ্ঠানে অপো বাংলাদেশ-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় তাসকিন আহমেদ বলেন, সেলফি এক্সপার্ট এন্ড লিডার হিসেবে অপো সবসময় তরুণ প্রজন্মকে সেরা সেলফির অভিজ্ঞতার বিষয়ে গুরুত্ব দিয়ে থাকে এবং অপো এফ৭ তার যথাযথ উদাহরণ। আশা করছি এফ৭ তার অনন্য ফিচারগুলোর মাধ্যমে ব্যাপক সাড়া ফেলবে।                                                                                             অপো এফ৭ স্মার্টফোনের মূল ফিচারগুলো হচ্ছে : স্ক্রিন সাইজ: ৬.২৩ ইঞ্চি এফএইচডি+সুপার ফুল স্ক্রিন। রেজ্যুলেশন: ২২৮০ বাই ১০৮০ পিক্সেল। ক্যামেরা: ১৬ মেগাপিক্সেল রিয়ার এবং ২৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। অপারেটিং সিস্টেম: কালার ওএস ৫.০, অ্যান্ড্রয়েড ৮.১। সিপিইউ: ২.৩ গিগাহার্জ অক্টা কোর। র‌্যাম: ৪ জিবি।  স্টোরেজ : ৬৪ জিবি। ব্যাটারি: ৩৪০০ এমএএইচ, নন রিমুভ্যাবল। সিম কার্ড: ডুয়াল ন্যানো-সিম, ৪জি। কালার: সোলার রেড, মুনলাইট সিলভার, ডায়মন্ড ব্ল্যাক। গ্রামীণফোনের গ্রাহকরা ফোনটি কিনলে ৬ জিবি ইন্টারনেট প্যাকেজ ফ্রিতে পাবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।