ঢাকাThursday , 4 January 2018
আজকের সর্বশেষ সবখবর

বাজারে এসেছে গিগাবাইট অরোজ ৩৯৯ মডেলের গেমিং মাদারবোর্ড

editor
January 4, 2018 4:30 pm
Link Copied!

আজকের প্রভাত প্রতিবেদক : স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ বাজারে নিয়ে এসেছে গিগাবাইট অরোজ ৩৯৯ মডেলের গেমিং মাদারবোর্ড। যাতে রয়েছে অত্যাধুনিক সব ফিচার
এএমডি রাইজেন থ্রেডরিপার প্রসেসর সমর্থনকারী এই মাদারবোর্ডে রয়েছে, কোয়াড চ্যানেল ইসিসি-নন ইসিসি আনবাফারড ডিডিআর৪ স্লট, ফাস্ট ফ্রন্ট এবং রেয়ার ৩.১ স্লট, ৪ ওয়ে গ্রাফিক্স কার্ড সাপোর্ট, সার্ভার ক্লাস ডিজিটাল পাওয়ার ডিজাইন ও গোল্ড প্লাটেড সলিড পাওয়ার কানেকটর, এএলসি১২২০ ১২০ ডিবি এসএনআর এইচডি অডিও, কিলার ই২৫০০ জিবিই ল্যান গেমিং নেটওয়ার্ক, স্মার্ট ফ্যান, ট্রিপল আল্ট্রা ফাস্ট এম.২ উইথ পিসিআইই জেনারেন ৩ এর ৪টি ইন্টারফেস, ইউএসবি ডিএসি ইউপি ২, প্রিসাইস ডিজিটাল ইউএসবি ফিউজ ডিজইন সহ অত্যাধুনিক সব ফিচার।
৩ বছরের বিক্রয়োত্তর সেবা সহ মূল্য ৪২ হাজার টাকা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।