বাজারে এ্যাসরকের বিটকয়েন মাইনিং মাদারবোর্ড

আজকের প্রভাত প্রতিবেদক : কম্পিউটার সিটি টেকনোলজিস লিঃ বাজারে নিয়ে এনেছে এ্যাসরক ব্র্যান্ডের এইচ১১০ প্রো বিটিসি+ মডেলের নতুন একটি মাদারবোর্ড। ষষ্ঠ ও সপ্তম প্রজন্মের ইন্টেল প্রসেসর সাপোর্টেড এই মাদারবোর্ডটি ভার্চুয়াল মুদ্রার বিটকয়েন মাইনিং-এর জন্য বিশেষভাবে প্রস্তুতকৃত।
এর ১৩টি পিসিআই এক্সপ্রেস স্লটে ১৩টি গ্রাফিক্স কার্ড (সর্বোচ্চ ৫টি এনভিডিয়া ও ৮টি এএমডি) ইন্সটল করা যায় যা কয়েন মাইনিং-এর গতিকে দ্রুততর করে। এছাড়া এতে রয়েছে ৩টি অতিরিক্ত পাওয়ার কানেক্টর যা মাইনিং-এর সময় সিস্টেমকে স্থির রাখে।
মাদারবোর্ডটি বিটকয়েন ছাড়াও ইথেরিয়াম, জেডক্যাশ, মোনেরো সহ অন্যান্য জিপিইউ মাইনিং কয়েন সাপোর্ট করে। ৩ বছরের ওয়ারেন্টিসহ মাদারবোর্ডটির মূল্য ১৬ হাজার ৫০০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top