আজকের প্রভাত প্রতিবেদক : স্বল্পমূল্যের নতুন ফোন বাজারে নিয়ে এলো লিনেক্স। স্মার্টফোনটির মডেল ‘এলএক্স৫০’।
এই ফোনে রয়েছে ৫ দশমিক ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে ও ২.৫ ডি কার্ভ গ্লাসের স্ক্রিন।
এতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ৭ নুগাট। সঙ্গে আছে ২ জিবি র্যাম ও ১৬ জিবি মেমোরি।
ফোনটির সামনে থাকছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। এর পেছনে রয়েছে ৮ ও ২ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা।
প্রতিষ্ঠানটির গ্রুপ সিএমও আফতাব মাহমুদ খুরশিদ বলেন, কালো, ব্লু ও গোল্ডেন রঙে লিনেক্স এলএক্স৫০ হ্যান্ডসেটটি বাজারে পাওয়া যাবে। প্রতিটি হ্যান্ডসেটের সঙ্গে পাওয়া যাবে ডাটা ক্যাবল, চার্জার হেড, হেডফোন, একটি স্কিন প্রোটেক্টর ও একটি সিলিকন কভার। ব্যাকআপের জন্য এতে রয়েছে ৩ হাজার ৫০০ এমএএইচ ব্যাটারি। স্মার্টফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ৭ হাজার পাঁচশ টাকা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।