ঢাকাThursday , 1 February 2018

বার্জার পেইন্টস্ এবং ফসরক ইন্টারন্যাশনাল এর মধ্যে জয়েন্ট ভেঞ্চার চুক্তি সম্পাদিত

editor
February 1, 2018 11:32 am
Link Copied!

আজকের প্রভাত প্রতিবেদক : বার্জার পেইন্টস বাংলাদেশ এবং বিশ্বের অন্যতম বৃহৎ কনস্ট্রাকশন কেমিকেল কোম্পানি ‘ফসরক ইন্টারন্যাশনাল লিমিটেড’-এর যৌথ উদ্যোগে বার্জার ফসরক লিমিটেড নামে একটি জয়েন্ট ভেঞ্চার কোম্পানি গঠনের চুক্তি সম্পাদিত হয়েছে। বুধবার রাতে হোটেল লা-মেরিডিয়ানে বার্জার ফসরক লিমিটেডের আয়োজনে জয়েন্ট ভেঞ্চার সাইনিং সেরেমনি শীর্ষক এক অনুষ্ঠানে বার্জার পেইন্টসের ম্যানেজিং ডিরেক্টর রুপালী চৌধুরী এবং ফসরক ইন্টারন্যাশনাল লিমিটেডের গ্রুপ সিইও ও ডিরেক্টরর ইয়ান ওয়াট নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই জয়েন্ট ভেঞ্চার চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেইক, জেএমএইচ গ্রুপের চেয়ারম্যান ড. জেমস মোইর হেই, বার্জার পেইন্টসের চেয়ারম্যান জেরান্ড কে. অ্যাডামস, ফসরক ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান ফিত্রিয়ানি হ্যাসাফ হেইসহ বার্জার পেইন্টস ও ফসরক ইন্টারন্যাশনালের বোর্ড মেম্বারগণসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য এই জয়েন্ট ভেঞ্চার চুক্তির সঙ্গে সকল ধন্যবাদ জানাই। এই জয়েন্টা ভেঞ্চার কোম্পানিটি এই ক্ষেত্র একটি সফল উদাহরণ হবে বলে আমি আশা করি। এর মাধ্যমে বাংলাদেশে আরো নতুন বিদেশি কোম্পানি বিনিয়োগ উৎসাহিত হবে। বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী বলেন, বার্জার বর্তমানে দেশে পেইন্টসের বাজারে নেতৃত্ব দিচ্ছে। পেইন্টস নির্মাণ কাজের সর্বশেষ উপকরণ। আমাদের পরিকল্পনা নির্মাণ কাজের শুরু থেকে শেষ পর্যন্ত সব ধরনের উপকরণ উৎপাদন ও বাজারজাত করা। এ জন্য ফসরকের সঙ্গে প্রাথমিক আলাপ-আলোচনা শেষে চুক্তি স্বাক্ষরের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বার্জারের পরিচালনা পর্ষদ। এটি হলে দেশে নির্মাণ শিল্পে একটা ইতিবাচক পরিবর্তন আনতে পারবে বার্জার। জানা গেছে, প্রাথমিকভাবে ৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে উভয় কোম্পানি। কোম্পানি গঠনের পর জমি অধিগ্রহণ করে ঢাকার ধামরাইয়ে বার্জার ফসরক লিমিটেডের কারখানা স্থাপন করা হবে। তবে মূল্য সংবেদনশীল তথ্য হওয়ায় বিনিয়োগের পরিমাণ ও বার্জারের ভবিষ্যৎ মুনাফা প্রবৃদ্ধি নিয়ে এখনই কথা বলতে নারাজ কোম্পানির কর্মকর্তারা। জয়েন্ট ভেঞ্চার কোম্পানির চুক্তি সূত্রে জানা যায়, বার্জার ফসরক লিমিটেড বাংলাদেশের বাজারে সম্পূর্ণ কংক্রিট লাইফ ম্যানেজ করবে। সিমেন্ট এবং কংক্রিট তৈরির সময় একে দৃঢ় ও ঘাতসহ করার জন্য সিমেন্ট গ্রাইডিং ও অ্যাডমিক্সচার সহায়ক কেমিকেল সরবরাহ করবে। প্রজেক্ট সাইটে কংক্রিট ব্যবহারের সময় গ্রাউট, ওয়াটারপ্রুফিং ম্যাটেরিয়াল, কোটিং, সিল্যান্ট, ফ্লোরিং প্রডাক্ট সরবরাহের মধ্যমে কন্ট্রাক্টরদেরও সহযোগিতা করবে। এছাড়াও পুরানো কংক্রিট মেরামত এবং মজবুত করার বহুবিধ কেমিকেল সরবরাহের মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।