ঢাকাSaturday , 20 January 2018

বিএনপির সংলাপের প্রস্তাব নির্বোধের প্রলাপ : অর্থমন্ত্রী

editor
January 20, 2018 5:25 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপির সংলাপের প্রস্তাব নির্বোধের প্রলাপ মাত্র। এ বছরের শেষের দিকে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফর উপলক্ষে শনিবার সন্ধ্যায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের বিশেষ প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিলেট নগরের কাজী নজরুল অডিটরিয়ামে আয়োজিত কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, আহমদ হোসেন প্রমুখ।
সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, দেশে খাদ্য শস্য উৎপাদন ১ কোটি ১০ লাখ টন থেকে বেড়ে ৪ কোটি টন উৎপাদন হচ্ছে। আওয়ামী লীগ সরকারের ৯ বছরে উৎপাদন ৪ গুণ বেড়েছে। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এবার ১০ লাখ টন মজুদের ব্যাবস্থা করা হয়েছে।
তিনি আরও বলেন, ২০২৪ সালের মধ্যে বাংলাদেশ থেকে দারিদ্র্য নির্মূল হয়ে যাবে। ঘরে ঘরে শিক্ষার আলো জ্বলবে।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় আরও বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
সভায় বক্তারা ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রীর সিলেট সফরকে সফল করার আহ্বান জানিয়ে বলেন, দেশ এখন উন্নয়নের মহাসড়কে। এ সরকারের সময়েই বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হবে। আগামী ২০৪১ সালে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে আগামী সব নির্বাচনে নৌকার প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।