বিক্রয়ে মোটরবাইকের বিজ্ঞাপন দিয়ে এলজি স্মার্টফোন জিতে নেয়ার সুযোগ

আজকের প্রভাত প্রতিবেদক : মোটরবাইক বিক্রয়ের অ্যাডদাতাদের জন্য দুই সপ্তাহের একটি দারুণ ক্যাম্পেইন নিয়ে এসেছে বাংলাদেশের সর্ববৃহৎ মার্কেটপ্লেস বিক্রয়ডটকম।
এই ক্যাম্পেইনের আওতায় মোটরবাইক বিক্রয়ের অ্যাড পোস্টে করে যে কেউ জিতে নিতে পারবেন একটি দারুণ এলজি স্মার্টফোন। সোমবার থেকে অফারটি চলবে ১৮ মার্চ পর্যন্ত।
ক্যাম্পেইন চলাকালীন প্রতি সপ্তাহে লটারীর মাধ্যমে এসব অ্যাডদাতাদের মধ্য থেকে একজনকে বিজয়ী হিসেবে বেছে নেয়া হবে।
বর্তমানে সাইটটিতে ৭ হাজারেরও বেশি মোটরবাইকের অ্যাড রয়েছে এবং প্রতিজন অ্যাডদাতা দিনে গড়ে ৫-১০টি আগ্রহী গ্রাহকদের থেকে ফোন পাচ্ছেন।
অ্যাড সেলস এবং মার্কেটিং এর প্রধান ঈশিতা শারমিন বলেন, আমরা এলজি এর সাথে আপনার বাইকটি বিক্রি করুন আর এলজি স্মার্টফোন জিতুন’ ক্যাম্পেইনটির মাধ্যমে পার্টনারশিপ করতে পেরে অত্যন্ত আনন্দিত। বিক্রয় সবসময়ই চায় তাদের মূল্যবান গ্রাহক এবং পার্টনারদেরকে আরো সুবিধা দিতে।
এলজি এর সিইও মো. আবদুর রউফ বলেন, আমরা বাংলাদেশের সর্ববৃহৎ মার্কেটপ্লেস বিক্রয় ডট কমের পার্টনার হতে পেরে খুবই আনন্দিত। সম্প্রতি এলজি বিক্রয় ডিলস-এর মাধ্যমে তাদের মোবাইল ফোন বিক্রয় করা শুরু করেছে। এখন আমরা বিক্রয়ের সকল ব্যবহারকারীর নিকট আমাদের এলজি স্মার্টফোনের অভিজ্ঞতা পৌঁছে দিতে চাই।
মোটরসাইকেল বিক্রয়ের জন্য অ্যাড পোস্ট করা যাবে : https://bikroy.com/en/users/login-options এই ঠিকানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top