বিপিএলে মোহামেডানের টানা তৃতীয় জয়

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএল ফুটবলে রহমতগঞ্জকে ২-১ গোলে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, খেলার প্রথমার্ধেই গোল তিনটি হয়।
খেলার মাত্র ৫ মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড কিংসলে চিগোজির গোলে এগিয়ে যায়, মোহামেডান স্পোর্টিং। পিছিয়ে থেকে গোল পরিশোধের চেষ্টা করতে থাকে রহমতগঞ্জ। সমতায় ফিরতে‌ও বেশি সময় নেয়নি তারা। এই গোলের রেশ না কাটতেই খেলার ৯ মিনিটে ম্যাচে সমতা ফেরান রহমতগঞ্জের মিডফিল্ডার সোহেল রানর।
এরপর খেলার নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নেয় মোহামেডান। বারবার আক্রমণ করে তারা রহমতগঞ্জের সীমানায়। ৩২ মিনিটে নাজিরের কল্যাণে প্রথমার্ধেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় মোহামেডান।
বাকী সময়ে আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানের জয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সাদা-কালো শিবির। এতে ১৯ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চমেই রইলো মোহামেডান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top