ঢাকাWednesday , 27 December 2017
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী: প্রধানমন্ত্রী

editor
December 27, 2017 3:56 pm
Link Copied!

নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে।
নবীন সেনা কর্মকর্তাদেরকে জনগণের সুখ-দুঃখের সাথী হয়ে কাজ করতে হবে।
আজ বুধবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শনে এসে এ সব কথা বলেন প্রধানমন্ত্রী ।
এর আগে সকালে হেলিকপ্টারযোগে বিএমএতে এসে পৌঁছান প্রধানমন্ত্রী। দুপুর ১২টার সময় রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন তিনি। সেনাবাহিনীর ৭৫তম বিএম দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।