নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশন কর্মসূচি পালন করবে দলটি। বুধবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশন কর্মসূচি শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হবে।
মঙ্গলবার রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে একই দাবিতে গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও মঙ্গলবার নয়াপল্টনে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি।
