ঢাকাFriday , 6 April 2018

ভারতকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল জয়

Sumon Chowdhury
April 6, 2018 7:05 am
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক : তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল। বুধবার শেষ ম্যাচে সাত উইকেটে জয় পাওয়া বাংলাদেশ সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে।
মুম্বাইয়ের গোরেগাঁও স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ১০১ রান করে ভারত। স্বাগতিক দলের পক্ষে সর্বোচ্চ ১৩ রান আসে রমেশের ব্যাট থেকে।
চার উইকেট নিয়ে উজ্জ্বল বাংলাদেশের সেরা বোলার। এছাড়া রাজন তিনটি এবং রিপন ও শিপন নিয়েছেন একটি করে উইকেট।
জবাবে ১৮তম ওভারে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ১০টি চার সহ ৫০ রানে অপরাজিত থাকা মিঠু দলের জয়ে বড় অবদান রাখেন। ২৪ রানে অপরাজিত উজ্জ্বলের অবদানও কম নয়। ভারতের পক্ষে ললিত দুটি এবং সৌরভ নিয়েছেন একটি উইকেট।
আগামী শনিবার থেকে দিল্লিতে ভারত ও নেপালের সঙ্গে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। ১৩ এপ্রিল মহসিন-উজ্জ্বলদের দেশে ফেরার কথা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।