ঢাকাThursday , 12 April 2018

ভিসা এবং এসএসএলকমার্জ নিয়ে এলো বৈশাখী ধামাকা অফার

Sumon Chowdhury
April 12, 2018 6:51 pm
Link Copied!

আজকের প্রভাত প্রতিবেদক : ভিসা এবং এসএসএলকমার্জের যৌথ উদ্যোগে ই-কমার্স সাইটগুলো নিয়ে এলো বিশাল ছাড়ের ‘বৈশাখী ধামাকা’ অফার। এই ক্যাম্পেইনের আওতায় বিভিন্ন ই-কমার্স সাইটে কেনাকাটা করলেই ক্রেতারা পাবেন দারুন সব ছাড়! এসএসএলকমার্জ বাংলাদেশের ইলেক্ট্রনিক পেমেন্ট সেবার পথিকৃৎ হিসেবে সবসময়ই দেশের ই-কমার্স খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এসএসএল ওয়্যারলেস। প্রতিষ্ঠানটির বেশ কয়েকটি পার্টনার ই-কমার্স প্রতিষ্ঠান বৈশাখ উপলক্ষে অনলাইনে কেনাকাটায় দিচ্ছে আকর্ষণীয় ছাড়! ভিসা এবং এসএসএলকমার্জের যৌথ উদ্যোগে বৈশাখী ধামাকা অফারটি চলবে ১১ মে পর্যন্ত। ভিসা এবং এসএসএলকমার্জের ‘বৈশাখী ধামাকা’ ক্যাম্পেইন থেকে হাজারো পণ্যের সমারোহ থেকে ক্রেতারা বেছে নিতে পারবেন কাক্সিক্ষত পণ্যটি। ভিসা এবং এসএসএলকমার্জ এর ‘বৈশাখী ধামাকা’ ক্যাম্পেইনের বিশাল ছাড়ের কারণে ক্রেতারা ভিসা কার্ড দিয়ে আরো বেশি কেনাকাটা করতে পারবেন অনলাইনে। ক্রেতারা হাজার হাজার পণ্যের সম্ভার থেকে পছন্দের পণ্যটি বেছে নিতে পারবেন। এসএসএলকমার্জের ১০টি পার্টনার এই ক্যাম্পেইনে অংশ নিচ্ছে। যেখানে আজকের ডিল ডটকম দিচ্ছে ১০% ছাড়, বাগডুম ডটকম ১০% ছাড়, ইজি ডটকম ডটবিডি দিচ্ছে ৫% বাড়তি, গাড়িভাড়া ডটকম দিচ্ছে ২০% ছাড়, হাংরি নাকি ডটকম দিচ্ছে ৫% ছাড়, প্রিয়শপ ডটকম দিচ্ছে ১৫% ছাড়, শাদমার্ট ডটকম দিচ্ছে ১৫% ছাড়, স্বপ্ন ডটকম দিচ্ছে ৮% ছাড়, সেবা ডট এক্সওয়াইজেড দিচ্ছে ২০% ছাড় এবং সহজ ডটকম দিচ্ছে ২০% ছাড়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।