ঢাকাSunday , 22 April 2018

মঙ্গলবার থেকে শুরু জেএফএ অনূর্ধ্ব-১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ

Sumon Chowdhury
April 22, 2018 7:04 pm
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক : শুরু হতে যাচ্ছে ‘জেএফএ অনূর্ধ্ব-১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০১৮’। জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) পৃষ্ঠপোষকতায় মঙ্গলবার থেকে শুরু মেয়েদের এই টুর্নামেন্টের আঞ্চলিক পর্ব। এই টুর্নামেন্টের কো-স্পন্সর হিসেবে রয়েছে ওয়ালটন গ্রুপ। এ নিয়ে চতুর্থবারের মতো এই টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত হল ওয়ালটন। ৩৫ জেলা দলের অংশগ্রহণে দেশের ছয়টি ভেন্যুতে শুরু হবে এই টুর্নামেন্টের প্রাথমিক পর্বের খেলা। ছয় ভেন্যুর ছয় চ্যাম্পিয়ন এবং তাদের সঙ্গে সেরা দুই রানার্স-আপসহ মোট ৮টি দল ঢাকায় আয়োজিতব্য চূড়ান্ত পর্বে খেলবে। প্রাথমিক পর্ব নকআউট ভিত্তিতে হলেও চূড়ান্ত পর্ব হবে লিগ পদ্ধতিতে। আঞ্চলিক পর্বে অংশ নেয়া প্রতিটি দল ১৫ হাজার টাকা করে অংশগ্রহণ ফি পাবে। আর মূলপর্বে অংশ নেয়া দলগুলো ২০ হাজার টাকা করে অংশগ্রহণ ফি পাবে। এ ছাড়া আঞ্চলিক পর্বে ৫ হাজার টাকা করে উইনিং মানি দেয়া হবে। চূড়ান্তপর্বের চ্যাম্পিয়ন দল ৫০ হাজার ও রানার্স-আপ দল ২৫ হাজার টাকা প্রাইজমানি পাবে। ভেন্যুগুলো হলো: গাজীপুরের শহীদ বরকতউল্লাহ স্টেডিয়াম, গোপালগঞ্জের শেখ মনি স্টেডিয়াম, নীলফামারী জেলা স্টেডিয়াম, রাজশাহীর মুক্তিযোদ্ধা স্মৃতি জেলা স্টেডিয়াম, লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম এবং খুলনার মেট্রোপলিটন পুলিশ লাইন মাঠ। পাঁচ ভেন্যুতে মঙ্গলবার থেকে খেলা শুরু হলেও গাজীপুর স্টেডিয়ামে সংস্কার কাজ চলায় দু’দিন পর থেকে খেলা গড়াবে। ৩০ এপ্রিল থেকে চূড়ান্ত পর্বের খেলা শুরু হবে। প্রাথমিক পর্বে নকআউট পর্বে এবং চূড়ান্ত পর্বে লীগ পদ্ধতিতে খেলাগুলো অনুষ্ঠিত হবে।
প্রত্যেকটি ম্যাচ দুই অর্ধে ৩৫ মিনিট করে ৭০ মিনিট ব্যপ্তির। নির্ধারিত সময়ে মীমাংসিত না হলে খেলা সরাসরি টাইব্রেকারের মাধ্যমে ফল নির্ধারিত হবে। ছয় ভেন্যুর চ্যাম্পিয়ন ছয়টি দল এবং সেরা দুই রানার্সআপ চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আয়োজন এসব তথ্য জানান বাফুফের মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন। তিনি বলেন, ২৪ এপ্রিল থেকে ছয়টি ভেন্যুতে শুরু হবে জেএফএ কাপের এবারের আসর। যেখানে ৩৫টি দল অংশ নিবে। মূলপর্ব হবে ঢাকায়। মাঠ এখনো প্রস্তুত না হওয়ায় গাজীপুর ভেন্যুর খেলা শুরু হবে ২৫ এপ্রিল থেকে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, সদস্য অমিত খান শুভ্র ও বাফুফে মহিলা কমিটির অন্যান্য সদস্যগণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।