ঢাকাSunday , 4 March 2018

মঙ্গলবার ফুটবল দিয়ে শুরু যুব গেমসের চূড়ান্ত পর্ব

editor
March 4, 2018 5:36 pm
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত প্রথম যুব গেমসের চূড়ান্ত পর্বের জন্য প্রস্তুত হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম। দিনরাত স্টেডিয়ামে চলছে নানা ধরনের কাজ। এখানে ১০ মার্চ গেমসের চূড়ান্ত পর্ব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আনুষ্ঠানিক উদ্বোধনের চারদিন আগে মাঠে গড়াবে ফুটবল। মঙ্গলবার কমলাপুর বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হবে গেমসের অন্যতম আকর্ষণীয় এ খেলা। প্রথম বাংলাদেশ যুব গেমসে হচ্ছে ২১ ডিসিপ্লিন নিয়ে। গ্রুপ পর্বের ফুটবল কমলাপুরে হলেও সেমিফাইনাল ও ফাইনাল হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
পল্টন ময়দানের ভেন্যুগুলো এখন প্রস্তুত করা হচ্ছে গেমসের জন্য। প্রতিটি ডিসিপ্লিনের ভেন্যু ব্র্যান্ডিংয়ের কাজও শুরু হয়েছে। রোববার ২১ ফেডারেশনের প্রতিনিধিদের নিয়ে সভায় বসছে গেমসের আয়োজক বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। ওই সভায় ঠিক হবে খেলাগুলোর সিডিউল।
দেশের খেলাধুলায় নতুন সংযোজন বাংলাদেশ যুব গেমস। প্রথম আয়োজনকে জাঁকজমক করার পরিকল্পনা নিয়েছে বিওএ। বিশেষ করে উদ্বোধনী অনুষ্ঠানকে যতটা সম্ভব আকর্ষণীয় করতে যাচ্ছে বিওএ। প্রচলিত আনুষ্ঠানিকতার পাশাপাশি থাকবে লেজার শো। দেশের খ্যাতিমান সঙ্গীত তারকাদের অংশগ্রহণে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
স্টেডিয়ামের ২টি স্থায়ী জায়ান্ট স্ত্রীন এবং অস্থায়ীভাবে ৬টি এলইডি বোর্ডে বাংলাদেশ যুব গেমসের জেলা ও বিভাগীয় পর্যায়ের হাইলাইটস দেখানো হবে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ৬৯ এর গণ অভ্যুত্থান, ঐতিহাসিক ৭ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণ, মহান মুক্তিযুদ্ধকে ফুটিয়ে তুলবেন পারফরমাররা।
উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী ৮টি বিভাগীয় ক্রীড়া দল সমূহের প্রায় ৩ হাজার ক্রীড়াবিদ এবং অফিসিয়াল অংশ নেবেন মার্চপাস্টে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।