বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ, ১৪৩১

মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজে জয়বাংলা শ্লোগান দিয়ে নিষিদ্ধ সংগঠনের মিছিল

editor
জানুয়ারি ৬, ২০২৫ ১১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত প্রতিবেদক: আজ সকাল ১১টা ১৫ মিনিট ও ১১টা ৫০ মিনিটে মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজের ছয় তলায় কলেজ শিক্ষক পরিমল চন্দ্র ব্যাপারী ও মৃদুল চন্দ্র মন্ডলের উপস্থিতিতে কয়েকজন ইন্টারমিডিয়েট পড়ুয়া ছাত্র কলেজ চলাকালীন সময়ে জয় বাংলা শ্লোগান দিয়ে নিষিদ্ধ সংগঠন এর মিছিল করে কলেজের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এক ভীতিকর পরিবেশ সৃষ্টি করে । এ বিষয়ে জানতে চাইলে শিক্ষক মৃদুলচন্দ্র ও পরিমলচন্দ্র বলেন,ছাত্রদের রাজনৈতিক শ্লোগান দেয়ার অধিকার আছে। তারা দিয়েছে তাতে আমাদের কি করার আছে ? বিশ্বস্ত সুত্রে জানা যায়,তারা দুজন তাদের অনুগত ছাত্র দিয়েই এই ঘটনার সৃষ্টি করেছে। কলেজে তাদের শক্ত অবস্থান জানান দেয়ার জন্যই তারা মূলত এ ধরনের ঘটনা ঘটিয়েছে বলে সংশ্লিষ্ট সুত্র জানায় । শুধু আজই নয়,এরা গত ১০ বছর শিক্ষকদের সাথে উদ্ধত্ব পুর্ন ও অশালীন আচরণ করেছে। স্হানীয় সূত্রে জানা যায় শিক্ষক পরিমল চন্দ্রের ব্যাপারে একজন নারী শিক্ষার্থীর সাথে অশালীন আচরণেরও গুরুতর অভিযোগ রয়েছে। একই ধারাবাহিকতায় পতিত ফ্যাসিস্ট সরকারের পতনের পর বিভিন্ন সমাবেশে যোগ দিয়েও তারা নিজেদের ক্ষমতার জানান দেয়। ছাত্র জনতার গনঅভ্যুত্থানের পর শিক্ষক পরিমল চন্দ্র ও মৃদুল চন্দ্র তাদের এহেন অপতৎপরতায় কোন গোপন সংগঠনের সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করিতেছি । সেই সাথে আজ কলেজ শাখায় সবার মাঝে ভীতিকর পরিবেশ সৃষ্টি করার জন্য সাধারণ শিক্ষার্থীরা বিচারের দাবি জানায়। উল্লেখ্য,এর পূর্বেও এ ধরণের ঘটনা তারা ঘটালে তা কর্তৃপক্ষের নজরে আনা হলে কার্যত কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।