আজকের প্রভাত প্রতিবেদক : মেটলাইফ এবং ফেয়ার ডিস্ট্রিবিউশন লি: (এফডিএল) ঢাকার মতিঝিলে অবস্থিত মেটলাইফ বিল্ডিং এ একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় মেটলাইফ, প্রতিষ্ঠানটির ডিজিটাল সেলস এর উদ্দেশ্যে মাঠ পর্যায়ের কর্মীদের ব্যবহারের জন্য স্যামসাং ট্যাব সংগ্রহ করবে এফডিএল থেকে।
বিশ্বজুড়ে গ্রাহকদের সর্বোত্তম সেবা প্রদানের জন্য মেটলাইফ প্রতিশ্রুতিবদ্ধ। স্থানীয় বিমাখাতে ডিজিটালকরণ এবং অভিনবত্বের প্রচলনে প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা পালন করছে। ২০১৭ সালে প্রচলিত মেটলাইফ এর কাগজবিহীন ডিজিটাল সেলস টুল প্রজাপতি ঠিক তেমনই একটি উদ্যোগ। এই উদ্যোগে ট্যাব ব্যবহার করে সেলস সেবা প্রদান করা হয়।
চুক্তিটি স্বাক্ষর করেন মেটলাইফের সিওও আখলাকুর রহমান (বাম থেকে দ্বিতীয়) এবং এফডিএল এর সিএমও মোহাম্মদ মেসবাহ্ উদ্দিন (বাম থেকে তৃতীয়)। এই সময় আরো উপস্থিত ছিলেন মেটলাইফের সিডিও জাফর সাদেক চৌধুরী (বামে, বসা) এবং এফডিএল এর সিএফও কাজী নাসির উদ্দীন (ডানে, বসা) সহ মেটলাইফ এবং ফেয়ার ডিস্ট্রিবিউশন লি: এর অন্যান্য কর্মকর্তারা।