ঢাকাThursday , 7 December 2017
আজকের সর্বশেষ সবখবর

মোহামেডানের হয়ে আপিল করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন

editor
December 7, 2017 3:06 pm
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক : মোহামেডানের তিন পয়েন্ট কেটে নেওয়ার ফিফার আদেশের বিপক্ষে আপিল করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) । বৃহস্পতিবার বাফুফে ভবনে প্রফেশনাল লীগ কমিটির সভা শেষে, বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী বলেন, শিগগিরই এমেকার বেতন পরিশোধ করবে মোহামেডান। আর তাদের পয়েন্ট যেন না কাটা হয় সেজন্য ফিফার কাছে আপিল করবে ফুটবল ফেডারেশন।
নাইজেরিয়ান কোচ এমেকার বেতন পরিশোধ না করায় জরিমানার পাশাপাশি চলতি প্রিমিয়ার লিগ থেকে মোহামেডানের তিন পয়েন্ট কেটে নেওয়ার নির্দেশ দেয় বাফুফেকে। সেটা না করলে তাদেরকেও ফিফা থেকে বহিস্কারের হুমকি দেয়া হয়। এছাড়া তিনি বলেন, প্রিমিয়ার লীগের খেলা আগামী বছরের ১৩ জানুয়ারী শেষের পরই প্রফেশনাল লীগে অংশ নেয়া ১২টি ক্লাব নিয়ে স্বাধীনতা কাপ শুরু হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।