ক্রীড়া প্রতিবেদক : যুব গেমসের ভলিবল ডিসিপ্লিনের বালক গ্রুপে ও বালিকা গ্রুপে স্বর্ণপদক জিতেছে চট্টগ্রাম বিভাগ। বুধবার ঢাকা ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত বালিকা গ্রুপের ফাইনালে চট্টগ্রাম বিভাগ ৩-০ সেটে সিলেট বিভাগকে হারিয়ে স্বর্ণপদক জেতে। স্থান নির্ধারনী খেলায় খুলনা ৩-০ সেটে ময়মনসিংহকে পরাজিত করে ব্রোঞ্জপদক জেতে। অন্যদিকে বালক বিভাগে খুলনা ৩-২ সেটে চট্টগ্রামকে পরাজিত করে স্বর্ণ জেতে। এই গ্রুপে ঢাকা ৩-০ সেটে বরিশালকে পরাজিত করে ব্রোঞ্জপদক জিতে নেয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এসবিপি, এনডিসি, পিএসসি। এ সময় বিওএর, সহ-সভাপতি ও যুব গেমস মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ বশির আল মামুন, মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু, পুলিশের মহাপরিদর্শক ও কাবাডি ফেডারেশনের সভাপতি ড. জাবেদ পাটোয়ারী, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম ও ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।