ঢাকাSunday , 25 February 2018

রাজশাহীতে অনুষ্ঠানিকভাবে ফোরজি নেটওয়ার্ক চালু করলো গ্রামীণফোন

editor
February 25, 2018 5:41 pm
Link Copied!

আজকের প্রভাত প্রতিবেদক : বিভাগীয় শহর রাজশাহীতে অনুষ্ঠানিকভাবে ফোরজি নেটওয়ার্ক চালু করলো গ্রামীণফোন। রবিবার চতুর্থ প্রজন্মের এই নেটওয়ার্ক সেবা চালু করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গ্রামীণফোনের হেড অব ট্র্যান্সফরমেশন কাজী মাহবুব হাসান, ডিরেক্টর ডেপ্লয়মেন্ট অ্যাপন্ড প্রোজেক্ট, টেকনোলজি বিভাগ মোহাম্মদ সাইফুল ইসলাম এবং রাজশাহী বিজনেস সার্কেল প্রধান তৌহিদুর রহমান তালুকদার।
কাজী মাহবুব হাসান বলেন, গ্রামীণফোন রাজশাহীর গ্রাহকদের জন্য সেরা সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ফোরজির ক্ষেত্রেও এর কোন ব্যাতিক্রম হবে না। রাজশাহীর মানুষ, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসাগুলো ফোরজি চালু হওয়ায় বিপুলভাবে উপকৃত হবে।
শুরুতে রাজশাহীর নিউমার্কেট এবং আলুপট্টি এলাকায় ফোরজি সেবা চালু করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই রাজশাহীর আরো বেশ কিছু এলাকা ফোরজি কাভারেজের আওতায় আসবে।
এর আগে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা এবং খুলনায় গ্রামীণফোনের ফোরজি চালু করা হয়েছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।