রানার বিজয় দিবস উন্মুক্ত প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় ও রানার গ্রুপ এর পৃষ্ঠপোষকতায় মহান বিজয় দিবস উপলক্ষে রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে রবিবার শুরু হয়েছে রানার বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা ২০১৭। পানি সম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল. (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম, বীর-প্রতীক, টুর্নামেন্টের উদ্বোধন করনে।
ফেডারেশন সভাপতি পররাস্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ-সভাপতি ও রানার গ্রুপের ডিরেক্টর মোহাম্মদ আলী দ্বীন, টুর্নামেন্ট ডিরেক্টর রোকন উদ্দিন আহমেদ প্রমুখ।
এটি চলতি বছরে টেনিস ক্যালেন্ডারের শেষ প্রতিযোগিতা। প্রতিযোগিতার ইভেন্টগুলো হচ্ছে- পুরুষ একক, পুরুষ দ্বৈত, মহিলা একক, মহিলা দ্বৈত, বালক একক অনুর্ধব ১৬ বছর, বালক দ্বৈত অনুর্ধব ১৬ বছর, বালক একক অনুর্ধব ১৪ বছর, বালিকা একক অনুর্ধব ১৪ বছর, বালক একক অনুর্ধব ১২ বছর, বালিকা একক অনুর্ধব ১২ বছর, মিনি টেনিস (বালক একক অনুর্ধব ১০ বছর, বালিকা একক অনুর্ধব ১০ বছর, বালক একক অনুর্ধব ৮ বছর, বালিকা একক অনুর্ধব ৮ বছর, বালক একক অনুর্ধব ৬ বছর ও বালিকা একক অনুর্ধব ৬ বছর) এবং সিনিয়র দ্বৈত ৫৫+।
প্রতিযোগিতার প্রাইজমানি দুই লাখ পচানব্বই হাজার টাকা।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), জাফর ইমাম টেনিস কমপ্লেক্স- রাজশাহী, ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থা, উত্তরা ক্লাব লি., গুলশান ইয়ুথ ক্লাব, ব্রিটিশ হাইকমিশন ক্লাব, আমেরিকান ক্লাব, অফিসার্স ক্লাব – ঢাকা, গুলশান ক্লাব, ঢাকা ক্লাব, মানিকগঞ্জ ক্লাব, ময়মনসিংহ ক্লাব, নরসিংদী টেনিস ক্লাব, মাদারীপুর টেনিস ক্লাব, ঝালকাটি টেনিস ক্লাব, পাবনা স্যামসং এইচ চৌধুরী টেনিস ক্লাব- পাবনা, ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার, নেভি ক্লাব, সেনানিবাস অফিসার্স ক্লাব, নওগাাঁ টেনিস ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাব, আনসার ভিডিপি ক্লাব ও জাতীয় টেনিস কমপ্লেক্স ক্লাবের মোট ২৫০ জন খেলোয়াড় প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top