নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রামপুরা ওয়াপদা রোডের আশিয়ান পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। রোববার বিকেল ৩টা ৩৮ মিনিটে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মাহফুজ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১২তলা বিশিষ্ট ওই ভবনের ৬ তলায় দুপুর পৌনে ২টায় আগুনের সূত্রপাত। খবর পেয়ে আশপাশ এলাকার তিনটি স্টেশন থেকে মোট ১১টি ইউনিট পাঠানো হয়। বিকেল ৩টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানাতে পারেননি তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।