বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ, ১৪৩১

রাশিয়া যাচ্ছে রাফি, শামস, হারুনুর রশিদ ও আহসান আহমেদ অমিত

Sumon Chowdhury
এপ্রিল ১৬, ২০১৮ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক : গ্লোবাল ফুটবল ফর ফ্রেন্ডশিপের (এফ৪এফ) সামাজিক কর্মসূচিতে প্রতিনিধিত্ব করার জন্য বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছেন ১২ বছর বয়সী কিশোর ফুটবলার মোহাম্মদ গোলাম রাফি, রাফাত শামস, দলনেতা হিসেবে আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ ও কো-অর্ডিনেটর হিসেবে যাচ্ছেন বাফুফের পিআরও আহসান আহমেদ অমিত। ।
ফুটবলের প্রধান সংস্থা ফিফা সমর্থিত এফ৪এফ প্রোগামটি যুব ফুটবল ও সুস্থ জীবনধারার উন্নয়নের পাশাপাশি সহনশীলতা, উন্মুক্ততা চিন্তাধারার সাথে বিশ্বজুড়ে শিশুদের জন্য বিভিন্ন সংস্কৃতি-জাতীয়তার জন্য কাজ করে থাকে।
২১০টি দেশ ও অঞ্চলের সাথে দ্বিতীয়বারের মত এই প্রোগ্রামে অংশ নেবে বাংলাদেশ।আগামী জুনে মস্কোতে বিশ্বেও যুব ফুটবল খেলোয়াড়দের সাথে যোগ দিবেন রাফি। ৩২টি আন্তর্জাতিক দল ও গাজপ্রোম ফুটবল ফর ফ্রেন্ডশিপ ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশীপের সাথে একে অপরের সাথে ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে শিশুরা।
এই বন্ধত্বপূর্ণ টুর্নামেন্টের লক্ষ্য হলো, বিশ্বের সকল শিশুদের একত্রিত করা এবং ফুটবলে ঐক্যতার উদযাপন করা।
তরুণ সাংবাদিক হিসেবে কর্মরত রাফাত শামস, এফ৪এফ প্রোগ্রামের স্থানীয় ও বিশ্বের কার্যক্রমগুলো আন্তর্জাতিক শিশু প্রেস সেন্টারে প্রতিবেদন হিসেবে দিবেন।
এফ৪এফ প্রোগ্রামের নয়টি (বন্ধুত্ব, সাম্য, ন্যায্যতা, স্বাস্থ্য, শান্তি, ভক্তি, বিজয়, ঐতিহ্য, সম্মান) গুরুত্বপূর্ণ মূল্যবোধ সর্ম্পকেও ধারনা দিবেন তিনি।
রাফি ও রাফাত, ষষ্ঠ ফুটবল ফর ফ্রেন্ডশিপ ইন্টারন্যাশনাল চিলড্রেন ফোরামেও অংশ নেবেন, যা অনুষ্ঠিত হবে রাশিয়াতে। অন্যান্য তরুনদের সাথে সাক্ষাৎ, তাদের সাথে অভিজ্ঞতা ভাগাভাগি করা এবং বিখ্যাত ফুটবলার ও সাংবাদিকদের সাথে আলোচনার মাধ্যমে প্রধান মূল্যবোধগুলোকে উন্নতি করাই প্রধান লক্ষ্য এফ৪এফ প্রোগামের।
২০১৮ ফুটবল বিশ্বকাপের উদ্বোধণী অনুষ্ঠান ও প্রথম ম্যাচ শিশুদের দেখার সুযোগ এফ৪এফ’এর ষষ্ঠ প্রোগ্রামে অর্ন্তুভুক্ত রয়েছে। দলটি আগামী ৭ জুন রাশিয়ার উদ্দেশ্যে রওয়ানা হবে। ১৫ জুন ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শেষে দেশে ফিরবে।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।