ঢাকাTuesday , 13 February 2018

রাষ্ট্রপতির সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ

editor
February 13, 2018 5:03 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতের সময় রাষ্ট্রপতি সংসদে বিরোধীদলের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন।
এ সময় বিরোধীদলীয় নেতা বলেন, দলমত নির্বিশেষে এদেশের মানুষ আপনাকে পছন্দ করে। দ্বিতীয় বারেরমতো রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমার দলের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাই। আপনার সরলতা, সততা ও নিষ্ঠার ওপর দেশবাসীর আস্থা ও বিশ্বাস আছে।
এ সময় উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী এমপি, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এমপি, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ এমপি, ফখরুল ইমাম এমপি, হুইপ নূরুল ইসলাম ওমর এমপি, হুইপ সেলিম উদ্দিন এমপি, ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ এমপি প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।