ঢাকাSaturday , 28 April 2018
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে সবসময় থাকবো: টার্নবুল

editor
April 28, 2018 3:24 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার বিষয়ে তার সরকারের অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। শনিবার (২৮ এপ্রিল) অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে তিনি রোহিঙ্গা সংকট নিরসনে অস্ট্রেলিয়ার সরকারের সদিচ্ছার কথা আবারও তুলে ধরেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম জানান, সিডনিতে টার্নবুলের বাসভবনে দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। এই দুই নেতার মধ্যে দেড় ঘণ্টা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।আলোচনায় রোহিঙ্গা সংকটের বিষয়টি উঠলে এক্ষেত্রে বাংলাদেশের প্রতি তার দেশের সমর্থনের কথা জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।তিনি শেখ হাসিনাকে আশ্বস্ত করেন, তার সরকার মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখাসহ রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে কাজ করবে।
ইহসানুল করিম জানান, এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের অস্থায়ী আবাসের ব্যবস্থা করাসহ তার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা টার্নবুলকে জানান। একইসঙ্গে মিয়ানমার থেকে জোরপূর্বক বিতাড়িত এই জনগোষ্ঠীর জন্য বাংলাদেশ সরকারের ভবিষ্যত পরিকল্পনার কথা অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীকে জানান শেখ হাসিনা।
প্রেস সচিব জানান, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দুই প্রধামন্ত্রীর মধ্যে আলোচনা হয়েছে। টার্নবুলের সঙ্গে বৈঠকে ওসানোগ্রাফিতেও (সমুদ্র সম্পদ নিয়ে গবেষণা) অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন শেখ হাসিনা। বাণিজ্য ও বিনিযোগ বৃদ্ধিতে পদক্ষেপ গ্রহণের বিষয়ে একমত প্রকাশ করেছেন দুই নেতা।
শেখ হাসিনা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। টার্নবুল আমন্ত্রণ গ্রহণ করে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশা ব্যক্ত করেন।
দুই প্রধানমন্ত্রীর বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।